Head Teacher

Head Teacher

প্রধান শিক্ষকের বাণী নদী নালা, খাল বিল নিয়ে বরিশাল। তাই বরিশাল শহরের কোলঘেষে প্রবাহিত কীর্ত্তনখোলা নদীর পূর্বে ৯নং টুংগীবাড়িয়া ইউনিয়নের প্রান কেন্দ্রে ধোপাকাঠী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। ধোপাকাঠী গ্রামটি ছোট হলেও এ গ্রামের মধ্যে সচিব থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদস্থ পেশায় নিয়োজিত আছে। আমি গর্বিত ও আনন্দিত যে, উল্লেখিত ব্যক্তিদের সংস্পর্শে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষক পদে বর্তমানে কর্মরত আছি। বিদ্যালয়টি বিগত ২৬ বছর ধরে ভাল ফলাফল অর্জন করে আসছে। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ব বিদ্যালয় পড়াশুনা ও ভালো ভালো পদে চাকুরীরত আছেন। বর্তমানে বিদ্যালয়টিতে কম্পিউটার ল্যাব আছে ল্যাবে অনেক শিক্ষার্থী হাতে কলমে প্রশিক্ষন নিচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে উদ্যেগ নিয়েছে তার ধারা বাহিকতার আলোকে ধোপাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের নামে একটি ওয়েব সাইট খোলা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওয়েবসাইটি খোলার পিছনে ম্যানেজিং কমিটি, শিক্ষক কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের আন্তিরিক অভিনন্দন জানিয়েছে। সর্বপরি আমি ধোপাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষৎ কামনা করি। ধন্যবাদান্তে শ্যামল কুমার তালুকদার প্রধান শিক্ষক ধোপাকাঠী মাধ্যমিক বিদ্যালয় বরিশাল সদর, বরিশাল।